স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ঢাকায় চেয়ারপার্সনের কার্যালয়ে এক ভার্চুয়াল সভা শেষে নিজ জন্মভূমি চুয়াডাঙ্গায় ফিরে আসায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সামসুজ্জামান দুদুকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার, ২৯ অক্টোবর, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে জনাব দুদু চুয়াডাঙ্গা শহর, হাতিকাটা এবং আলোকদিয়াসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ চলাকালীন পথসভায় সামসুজ্জামান দুদু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনগণের কাছে আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সাবেক এই এমপি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের লক্ষ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের সাঙ্গোপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে।
সীমাহীন অর্থের লুটপাট এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান আলোচনা ও কার্যক্রমকে তিনি ইতিবাচকভাবে দেখেননি বলে উল্লেখ করেন।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও বিজয়ের দৃঢ় প্রত্যয়
জনাব দুদু উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি বৈরী আবহাওয়ার মধ্যেও ধানের শীষের গণসংযোগে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, “ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষেই কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।