জীবননগর অফিস: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার জীবননগর সাহিত্য পরিষদের ষোড়শতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (আজ) বেলা ৩টার দিকে জীবননগর সাহিত্য পরিষদের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং জীবননগর সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজনীতি সাহিত্যের বাইরে না, সাহিত্যেও রাজনীতির বাইরে নয়। এটাই বাস্তবতা।” তিনি আরও বলেন, সাহিত্য নিয়ে তাঁর খুব বেশি চর্চা না হলেও তাঁর পেশা (ব্যবসা) সাহিত্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
জেলা বিএনপির সভাপতি একসময়কার আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি আতঙ্কিত ছিলাম, আজকে যাদের এখানে বক্তব্য দেওয়ার কথা তাদের না দিয়ে আমাদের নেতা-কর্মীদের দেওয়া হবে। তবে সেটা হয়নি।” এমন ঘটনা না ঘটায় তিনি আনন্দ প্রকাশ করে জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো আবু তালেবকে ধন্যবাদ জানান।
পরে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জীবননগর সাহিত্য পরিষদ থেকে উত্থাপিত দাবিগুলো পূরণে আশ্বাস দেন এবং সার্বিক বিষয়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন,জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন,পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রগতিপত্রের সম্পাদক কাজল মাহমুদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম।
জীবননগর সাহিত্য পরিষদের সভাপতি আল হাসান মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমাম।