পদে পদে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে মাথাভাঙ্গা পেয়েছে পাঠকপ্রিয়তা

দৈনিক মাথাভাঙ্গা কার্যালয় ও ছাপাখানা পরিদর্শনকালে পিআইবি প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন

স্টাফ রিপোর্টার: একটি পত্রিকা শুধু মাত্র প্রচার সংখ্যার উপর টিকে থেকে গত ৩৩ বছরে নিজের পায়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, পত্রিকার সংজ্ঞা অনুযায়ী প্রতিটি ধাপ পার হয়ে তারপর পাঠকের হাতে পৌঁছাচ্ছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এমন একটি আঞ্চলিক পত্রিকাকে সাংবাদিকতার শিক্ষার্থীদের গবেষনার বিষয়বস্তু করাতে মোটেও অবাক হননি পিআইবির প্রশিক্ষক প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন। গতকাল শনিবার রাতে পিআইবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের সাথে নিয়ে পাঠক নন্দিত চুয়াডাঙ্গার প্রধান দৈনিক মাথাভাঙ্গার কার্যালয় সরেজমিন পরিদর্শনে আসেন তিনি। তারপর দৈনিক মাথাভাঙ্গা কার্যালয় শিক্ষার্থীদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখান সম্পাদক সরদার আল-আমিন নিজে।

পিআইবি প্রশিক্ষকদ্বয় শুধু নয় ঢাকা থেকে আসা ৩৫ জন শিক্ষার্থীর চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। নানান ধরণের জিজ্ঞাসা তাদের। কেমন ছিলো মাথাভাঙ্গার প্রথমদিকের দিনগুলি? প্রতিকূল অবস্থা কীভাবে পার করেছে পত্রিকাটি? পাঠকপ্রিয় হওয়ার শর্ত কি কি? সংবাদ উপস্থাপনের ধরণ দেখেও তারা সন্তুষ্ট। আরও অনেক প্রশ্ন। মাথাভাঙ্গা সম্পাদক একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে গেছেন সাংবাদিকতার শিক্ষার্থীদের। উন্মুক্ত আলোচনা পর্বের এক পর্যায়ে পিআইবি কর্তৃক সাংবাদিকতা বিষয়ে একসেপ্ট বই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিনের হাতে তুলে দেন পিআইবির প্রশিক্ষক প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের উন্মুক্ত আলোচনা ও প্রশ্ন উত্তর পর্ব শেষে সাংবাদিকতা বিষয়ে স্নাতক উত্তর ডিপ্লোমা অর্জনের সুযোগ শিক্ষার্থীরা চুয়াডাঙ্গার বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকা অফিস পরিদর্শন করেন। পরিদর্শন টিমে নেতৃত্ব দেন পিআইবির প্রশিক্ষক প্রভাষক লাজিনা আক্তার। মাথাভাঙ্গা কার্যালয় পরিদর্শন কালে পরিদর্শন টিমকে পত্রিকা প্রকাশের জন্য নিউজ কম্পিউটার কম্পোজ থেকে শুরু করে প্লেট তৈরি, সেটআপ, গেটআপ, ট্রেসিং বের করে কাটিং শেষে ছাপাখানায় পত্রিকা ছাপানো হয় সেগুলো ঘুরে ঘুরে ডিপ্লোমা শিক্ষার্থীরা দেখেন। এ বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সকলকে সঙ্গে নিয়ে দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয় পরিদর্শনে সহযোগিতা করেন দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন। এর আগে রাত সাড়ে ১১টার দিকে দৈনিক মাথাভাঙ্গা দফতরে পৌছুলে প্রতিনিধি দলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন। দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয় পরিদর্শন শেষে রাত সোয়া ১২টায় সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন ইচ্ছুক প্রশিক্ষণার্থী টিমটি ট্রেনযোগ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

Comments (0)
Add Comment