পূর্বের নেতিবাচক ধারণা বদলে দিয়ে পুলিশ এখন শান্তিকামী মানুষের সেবক

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে পরিচিতিসভায় সদর থানার নবাগত ওসি মাহাব্বুর রহমান

স্টাফ রিপোর্টার: সুধী সমাজকে সাথে নিয়ে, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের পাশে নিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করবো। চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মাহাব্বুর রহমান এ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশে কর্মরত পদস্থ এবং অধিনস্থ আধিকাংশ কর্মকর্তা পুলিশ সম্পর্কে পূর্বের নেতিবাচক ধারণা বদলে দিয়ে শান্তিকামী মানুষের সেবক হয়ে উঠেছেন। আমি যে ক’দিন চুয়াডাঙ্গা সদর থানার ওসি হিসেবে কর্মরত থাকবো, সর্বসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বদা প্রস্তুত থাকবো।

                    গতকাল রাত ৮টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি সরদার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর থানার নাবগত ওসি বলেন, যেহেতু চুয়াডাঙ্গায় বেশ কিছুদিন গোয়েন্দা পুলিশের ইনচার্জ, দর্শনা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে, সেহেতু চুয়াডাঙ্গার প্রায় সকল সাংবাদিকসহ সুশীল সমাজের সাথে আগে থেকেই পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা এলাকা সম্পর্কেও ধারণা রয়েছে। এখন সকলের সহযোগিতা নিয়ে অপরাধীদের ধরে আইনে সোপর্দ করার কাজে নিয়োজিত হতে চাই। থানার কোনো অফিসার কোনো অনৈতিক কর্মকা-ে নিযুক্ত হয়েছেন মর্মে কোনো তথ্য পেলে আমাকে জানালে পুলিশ সুপার মহাদয়ের মাধ্যমে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। মুখে এক কথা, কাজে অন্য কথা হবে না। সদর থানার ওসি হিসেবে যোগদানের পর চুয়াডাঙ্গা প্রেসক্লাব সদস্যদের সাথে যেভাবে হাসতে হাসতে মিলিত হলাম, বিদায়ের সময়ও যেনো হাসতে হাসতে মিলিত হয়ে যেতে পারি। যেভাবে মানুষ আমাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন, এভাবে ফুল নিয়েই বিদায় হওয়ার লক্ষ্যে সৎ ও সততার সাথে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।

                    পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন। প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিবের উপস্থাপনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের দফতর সম্পাদক আবুল হাসেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহাদ আলী মোল্লা, ক্লাব সদস্য এমএ মামুন, হুসাইন মালিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক এমএম আলাউদ্দীন।

Comments (0)
Add Comment