ভ্যাপসা গরমের পর চুয়াডাঙ্গা মেহেরপুরে হালকা বৃষ্টি : বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টার: মধু মাসে চুয়াডাঙ্গা মেহেরপুরে দুপুরের পর শুরু হয়েছে হালকা বৃষ্টি। বজ্রসহ বৃষ্টিপাতের সময় মেহেরপুরের মুজিবননগর পুরন্দপুরে এক কৃষক নিহত হয়েছেন।
সপ্তাহ জুড়েই চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পার্শ্ববর্তি এলাকায় জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সাধারণ মানুষ। রোববার বিকেলে গুড় গুড় করে মেঘ। শুরু হয় হালকা বৃষ্টি। চুয়াডাঙ্গায় অল্প বিস্তর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফেরে। তবে দুপুরের আগে সকাল থেকে অসহনীয় ভ্যাপসা গরমের মাঝে দফায় দফায় বিদ্যুত সরবরাহ বন্ধ হাওয়ায় দুর্ভোগের মাত্রা বাড়ে। মেহেরপুর জেলা শহরেও ছিলো প্রায় অভিন্ন চিত্র। তবে দুপুরের পর বেঘের ঘণঘটায় স্বস্তির শ্বাস ছাড়তে শুরু করেন এলাকাবাসী। শুরু হয় বৃষ্টি। হৃদয় কাপানো বজ্র শব্দও চমকাতে থাকে সকলকে। অবশেষে খবর আসে মেহেরপুরের মুজিবননগর উপজেলার পুরন্দপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেঘের গর্জনসহ বৃষ্টির অনুকূল পরিবেশ ছিলো।

Comments (0)
Add Comment