মাটির উর্বরতা রক্ষায় সারের পরিমিত ব্যবহারের আহ্বান।- কৃষকের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সম্প্রসারণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার: দেশের কৃষির ভিত্তি মজবুত করা এবং মাটির দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এখন থেকে সারের সঠিক ও পরিমিত ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বিশেষ কার্যক্রম ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির উপর সর্বোচ্চ জোর দেওয়া হবে।

সাম্প্রতি এক সভায় জানানো হয়, বাংলাদেশ একটি কৃষি সম্ভাবনাময় দেশ হলেও মাটির উর্বরতা ধরে রাখতে সারের ব্যবহারে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় অসচেতনভাবে সারের ব্যবহার বাড়ার ফলে মাটির জৈব উপাদান হ্রাস পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সারের পরিমিত ব্যবহার নিশ্চিত করা অপরিহার্য।
এই ইতিবাচক লক্ষ্য অর্জনে কমিটি নিম্নোক্ত কার্যকর ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছে:
* কৃষক পর্যায়ে জ্ঞান বৃদ্ধি: সারের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সম্প্রসারণ কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।
* কর্মসূচি সম্প্রসারণ: মাঠ পর্যায়ে সারের পরিমিত ব্যবহার সম্পর্কিত কর্মসূচির আওতা দ্রুত প্রসারিত করা হবে।
* সচেতনতা বৃদ্ধি: সারের সঠিক মাত্রা ও পদ্ধতি বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে।
এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার আশা করছে যে, একদিকে যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনই অন্যদিকে মাটির উর্বরতা সুরক্ষিত থাকবে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে একটি টেকসই ইতিবাচক প্রভাব ফেলবে।
সভার শেষে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির মাননীয় উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) ড. জহিরুল আলম চৌধুরী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।