মেহেরপুরের আমঝুপিতে মতবিনিময়সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী : আগামীতে দেশের মানুষের মাথা পিছু আয় হবে ১৫ লাখ টাকা

মেহেরপুর অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন আগামীতে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় হবে ১৫ লাখ টাকা। সেইভাবে আমরা কাজ করছি। আর্থিকভাবে অনগ্রসর মানুসের আয় বৃদ্ধির জন্য সরকার নানাবিধ আয়বর্ধন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে এসডিজি অর্জনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মেয়েরা আমাদের জিডিপিতে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের যে উৎপাদন তার মধ্যে ডমেসটিক প্রোডাকশন অনেক বেশি। যা মেয়েদের হাত ধরে উৎপাদন হয়। হাস-মুরগি, গরু, ছাগল যা পালন হচ্ছে তার পেছনে পুরুষের চেয়ে মেয়েদের ভূমিকা অনেক বেশি। এর মাধ্যমে সংসারের আয় যেমনি বৃদ্ধি পাচ্ছে তেমনি দেশের মোট উৎপাদনেও যুক্ত হচ্ছে। এ হিসেবে আমাদের দেশে মেয়ে কৃষকের সংখ্যা বেশি। ২০৪১ এর উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশের লক্ষ্য নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন আরও বলেন, বড় বড় অনেকগুলো সমস্যা মোকাবেলা করেই লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যার মাধ্যমে আমাদের দারিদ্রতার হার কমছে। অর্থাৎ বড় বড় প্রকল্পের সুফল মানুষ পেতে শুরু করেছেন। এসডিজি অর্জনে আমরা করবো জয় শীর্ষক এ মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু ও মউক নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমসহ জনপ্রতিনিধি, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ছাগল পালন করেন আয় বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে ২৬টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।