মেহেরপুরের গাংনীতে করোনায় পিতার মৃত্যু : ছেলে আইসিইউতে

গাংনী প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম (৫৩)। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান বাদশা (৩৫) করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বাদশা পিএসকেএস’র দামুড়হুদা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েন। ঈদের দু’দিন পর বাবাকে সাথে নিয়ে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করান। করোনা ভাইরাস পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। ছেলে হাসপাতালে রেখে বাড়ি ফেরার দু’দিন পরে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকেও মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। করোনা পরীক্ষায় পজিটিভ হলে তাকেও করোনা ওয়ার্ডে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে শহিদুল ইসলামের মৃত্যু হয়। সকাল দশটার দিকে হাড়াভাঙ্গা হাজিপাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান বাদশার শারীকি অবস্থার অবনতি হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পিতার দাফন-কাফনে সুযোগ পাননি তিনি। পিতার মৃত্যু আর ছেলে সংকটাপন্ন অবস্থায় খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

 

Comments (0)
Add Comment