মেহেরপুরে ৩ জনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও ৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৪৩ জন। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে একজন মেহেরপুর সদর উপজেলার ও ২ জন গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৭ জনের ফলাফল মেহেরপুর পৌঁছে। যার মধ্যে ৩ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৮২৪ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫৪৬ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৪৮৫ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৬১ জন, গাংনী উপজেলায় ১৭৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। চিকিৎসাধীন বাকি ৪৩ জনের মধ্যে সদরে ১৩ জন, গাংনীতে ২৪ জন এবং মুজিবনগরে ৬ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ৪৩ জন। যার মধ্যে সদর উপজেলার ৩১ জন, গাংনী উপজেলার ১১ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।

Comments (0)
Add Comment