মোটরসাইকেলের ট্যাঙ্কে মিললো সাড়ে চার কেজি রুপোর গয়না

দামুড়হুদার ছয়ঘরিয়া গ্রামে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে সাড়ে চার কেজি ওজনের ভারতীয় রুপোর গয়না উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে দর্শনার বাংলাদেশ সীমান্তের ছয়ঘরিয়া গ্রাম থেকে মোটরসাইকেলসহ গয়নাগুলো উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার সকাল ৬টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ছয়ঘড়িয়া গ্রামের সীমান্ত পিলার ৭৭/৪-আর কাছে অবস্থান নেন বিজিবির সদস্যরা। এক পর্যায়ে দর্শনা অভিমুখে মোটরসাইকেলে করে দুজনকে যেতে দেখা যায়। গতিরোধের চেষ্টা করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে তল্লাশি করে তেলের ট্যাঙ্ক ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪.৫৩৩ কেজি (৩৮৮ ভরি) ওজনের ভারতীয় রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার মো. ফারুক হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন। গয়নাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

Comments (0)
Add Comment