রেড জোনে জোরদার হচ্ছে সেনা টহল

স্টাফ রিপোর্টার: ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকায় সেনা টহল জোরদার করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মঙ্গলবার (১৬জুন) এক বার্তায় বলেছে, রেড জোনসমূহে সরকারি নির্দেশনাবলী যথাযথ পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে।

চুযাডাঙ্গার দর্শনা পৌর এলাকার ৫ ও ৭ নং ওয়ার্ড, কুষ্টিয়ার ১৮ টি এলাকা, যশোরের ১৭ এলাকা,রাজধানীর ৪৫ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কোভিড-১৯ রোগের বিস্তার রোধে  ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার স্থানীয়ভাবে জেলা স্বাস্থ্য কমিটির বৈঠকে রেডজোন করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। যদিও সব প্রস্তুতি সেরে সেসব এলাকা অবরুদ্ধ করতে আরও সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে রেডজোন  হিসেবে চিহ্নিত প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী কাজ করবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে। ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক ও অসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরসমূহ এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত : উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ২৪ মার্চ থেকে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে।

Comments (0)
Add Comment