শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযান

জীবননগর ব্যুরো: মেয়াদোত্তীর্ণ, মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মঙ্গলবার দুপুর ১টার সময় জীবননগর পৌর শহরের বিভিন্ন হোটেল, কনফেকশনারি, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স মিজান স্টোরকে পূর্বে সতর্ক করা স্বত্তেও শিশু স্বাস্থের জন্য মারাত্মক হুমকি স্বরূপ অনুমোদনহীন, মেয়াদ মূল্যবিহীন ও ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের শিশুখাদ্য, রুচি ও প্রাণের প্যাকেটে নিম্নমানের নকল ভেজাল পণ্য এবং বাচ্চাদের প্রলুব্ধ করা প্লাস্টিকের খেলনাযুক্ত খাবার বিক্রি করছিলো। এ অপরাধে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আর করবে না বলেও মুচলেকা দেন মিজানুর রহমান। এ সময় প্রায় ৮-১০ বস্তা নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয় এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান এবং জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক সিদ্ধার্থ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

Comments (0)
Add Comment