সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে

স্টাফ রিপোর্টার: হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারটির জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার। জেল সুপার জানান, বেলা ২টার দিকে সেলিনা হায়াৎকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।