সোনার ৬টি বারসহ  পাচারকারী কলিম বিজিবির হাতে আটক 

দামুড়হুদার মুন্সিপুর বিওপির চোরাচালানবিরোধী অভিযান

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনার পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেক ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কলিম উদ্দীন (৩৮)। রোববার (১১ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (১১ অক্টোবর) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিম উদ্দীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া না যাওয়ায় তাকে এক্সরে করানো হয়। এরপর তার মলদ্বারের কাছে সোনার বারগুলোর অস্তিত্ব মেলে। সে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিলো। তাকে অতিরিক্ত পানি পান করিয়ে ৬টি সোনার বার বের করে সেগুলো জব্দ করা হয়েছে। যার ওজন ৬শ ৬৮ গ্রাম (৫৭ ভরি ৫ আনা)। উদ্ধারকৃত সোনার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৫৪ হাজার ৫৬২ টাকা। এ ঘটনায় হাবিলদার হেলাল উদ্দিন বাদি হয়ে গতকালই আটককৃত কলিম উদ্দিনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment