চুয়াডাঙ্গায় সিভিল সার্জন ডা.হাদীর শাস্তির দাবিতে,আমরণ অবস্থান কর্মসূচি শুরু চুয়াডাঙ্গায় সিভিল সার্জন কার্যালয়ে ৩৯টি পদে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্ভাস্থ্য সহকারী চাকুরী প্রার্থীরা। আজ রোববার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে সিভিল সার্জন ডা. হাদী উজিয়া উদ্দিন আহমেদের মাস্তি ও পদত্যাগ ও চাকুরীর নিয়োগ বাতিলের দাবি করছি।
গত ২০ জুন চুয়াডাঙ্গায় ১৯ টি কেন্দ্রে একযোগে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৯ টি পদে বিপরীতে আবেদন করেন ১৩ হাজার ৬৬৮ জন । তবে পরীক্ষায় অংশ নেন চার হাজার ৮৭৪ জন । প্রার্থীরা অভিযোগ করেন পরীক্ষার আগের দিন ১৯ জুন রাতে খোলা ছিল সিভিল সার্জনের কার্যালয় । এ সময় কিছু পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পরিবর্তন করা হয়। শুধু তাই নয়, ২২ জুন লিখিত পরীক্ষার ফলাফলেও পরিবর্তন আনা হয় পরদিন। এত দেখা যায় , পরীক্ষার অনুপস্থিত কিছু পরীক্ষার্থীও উত্তীর্ণ হয়েছেন। নিয়োগ বাতিল না হলে আমরণ অনশন করবে আন্দোলনকারীরা ।