স্টাফ রিপোর্টার: জিটু জি (সরকার টু সরকার) চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী জাহাজ ‘এমভি হং টার্ন’ মোংলা বন্দরে এসে ভিড়েছে।
মোংলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, জাহাজটি আসার পর বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চালের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য ঢাকা ও খুলনায় পাঠানো হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস.কে মশিয়ার রহমান জাহাজটি পরিদর্শন করেছেন।
ল্যাব টেস্টের ফলাফল হাতে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি হতে চাল খালাস ও পরিবহণের কাজ শুরু হয়েছে। খালাসকৃত এই চাল নৌপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার খাদ্য গুদামগুলোতে পৌঁছে দেওয়া হবে। পুরো খালাস প্রক্রিয়া শেষ হতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তর।
খাদ্য বিভাগ আরও জানায়, বর্তমান চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ মেট্রিক টন চাল আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। যার মধ্যে মোংলা বন্দর দিয়ে এ পর্যন্ত মোট ২৫ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।