ভ্রাম্যমান প্রতিনিধি: আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের ৪নং ওয়ার্ড (কামালপুর) এবং ৫ নং ওয়ার্ড (কুমারী) বিএনপির কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব শান্তি, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জোয়ার্দার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহির উদদীন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক আমির হোসেন, আহাদ আলী, হাসিবুল ইসলাম, মানোয়ার হোসেন, শাহজাহান আলী, সাইফুল ইসলাম খোকন, আলমগীর হোসেন, আব্দুল খালেক আলাউদ্দিন, রায়হান আলী, প্রবীণ বিএনপি নেতা সামসুল গুরু প্রমুখ।