আলমডাঙ্গার ডামোস গ্রামে সবজিক্ষেত থেকে ছোট-বড় ৯টি গাঁজাগাছ উদ্ধার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ডামোস গ্রামের আসাদুল ইসলামের সবজিক্ষেত থেকে ছোট-বড় ৯টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। ৯মে শুক্রবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডামোস অটো রাইস মিলের পিছনের মাঠে লালশাকের জমিতে সাথে সাথী ফসল হিসেবে চাষ করা গাঁজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোস গ্রামের মইজ উদ্দিনের ছেলে আসাদুল হক অটো রাইস মিলের পিছনের মাঠে তার জমিতে লাল শাকের সাথে সাথী ফসল হিসেবে গাঁজার চাষ করছিল। এমন সংবাদ পেয়ে থানার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি ডামোস মাঠে আসাদুলের লাল শাকের জমিতে গিয়ে দেখতে পান, গাঁজার গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে। ওই জমি থেকে গাছগুলো কেটে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে আসেন। তবে গাঁজা চাষি আসাদুল পুলিশের উপস্থিতির খবর পেয়ে গা ঢাকা দিয়েছে। থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম) জানান, গাঁজাচাষি আসাদুল হক পলাতক রয়েছে। পলাতক গাঁজাচাষী আসাদুলকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে। আসাদুলের নামে থানায় মামলা দায়ের হয়েছে।