মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ কলেজের নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেহালা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেহালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাহীদুদ্দোজা মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ, উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রতন আলী, যুবদল নেতা শিপন মেম্বার শাকিল সাইমন রুবেল মেম্বার, রনি খাঁন, ফারুক, আবিদ, সাইদ, আকাশ, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, ধর্ম বিষয়ক সম্পাদক ফাইম, ছাত্রনেতা মাহফুজ, ইব্রাহিম, জোনয়েদ। মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের নবগঠিত ছাত্রদলের সভাপতি নাসিয়াল আরাফাত শাকিন, সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সামাদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক হাসান, সাংগঠনিক সম্পাদক রাজাবুল হক প্রমুখ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ফুলের মালা দিয়ে নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের বরণ করা হয়। এছাড়া উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি বিভিন্ন নির্দেশনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।