আলমডাঙ্গার রুইথনপুরে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণকালে শরীফুজ্জামান শরীফ সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার:নির্বাচনী প্রচারণার ব্যস্ত সূচির মাঝেও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ যুব সমাজ ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর গভীর আন্তরিকতা প্রমাণ করছেন। গতকাল আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের রুইথনপুর যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সিএইচআর নাইনসেট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলোয়াড় ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেন।
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুল হক মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটিতে পাঁচ কমলাপুর ট্রাইবেকারে ৫-৪ গোলে ভাংবাড়িয়া একাদশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।

উপস্থিত হাজারো দর্শক, খেলোয়াড় ও তরুণ সমাজের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘খেলাধুলা হলো তারুণ্যের স্পন্দন, যা মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে দূরে রাখে। রুইথনপুরের এই মাঠের উদ্দীপনা প্রমাণ করে, আমাদের তরুণ সমাজ সুস্থ থাকতে চায়, তারা সামনে এগিয়ে যেতে চায়। আপনারা যারা এই খেলায় অংশ নিলেন, আপনারাই আগামী দিনের সুস্থ বাংলাদেশ গড়ার সৈনিক।’
তিনি আরও বলেন, ‘আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা চাই যুব সমাজের জীবনের মানোন্নয়ন। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন, তা মূলত তারুণ্যের ভবিষ্যৎ গড়ার দলিল। ৩১ দফায় আমরা স্পষ্টভাবে অঙ্গীকার করেছি—স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া খাতে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি করা হবে। আমরা গ্রামীণ পর্যায়ে খেলার মাঠের ব্যবস্থা করব, যেন আজকের এই তরুণরা পর্যাপ্ত সুযোগ পেয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে। আমি আপনাদের কাছে সেই প্রতিজ্ঞা চাই, আপনারা খেলাধুলায় মনোযোগী হবেন এবং সুস্থ সমাজ গড়বেন। আপনাদের হাতেই ধানের শীষের বিজয় সুরক্ষিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, চিতলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল কামাল, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, বেল্টু মেম্বার, সহিদুল হক এবং মিখাইল সহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলাধুলায় মো: শরীফুজ্জামান শরীফের এমন অংশগ্রহণ নেতা-কর্মী ও যুব সমাজের মধ্যে এক নতুন আস্থার সঞ্চার করেছে।