স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার অফিসে ইউনিয়ন কর্মপরিষদ ও টিম সদস্যদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা বৈঠকে আলমডাঙ্গা উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন বলেন ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি সেই দাবি পুরণের জন্য আমরা আমাদের সম্পদের কিছু অংশ মৃত্যুপর সংগঠনের বায়তুলমাল বিভাগে দেয়ার জন্য অসিয়ত করে যাবো। তিনি জামায়াত কর্মীদেরকে পিতা মাতা, নিকট আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা এবং ঋণমুক্ত জীবন যাপন করার কথা বলেন। তিনি আরো বলেন সংগঠনকে মজবুত করার জন্য একটি ওয়ার্ডে আটটি বিভাগের কাজ ও কমিটি থাকতে হবে। গ্রামের রাস্তা-ঘাট সংস্কার, গাছ লাগানো, প্রতিটি মসজিদে মক্তব চালানো, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন ধরনের মানব সেবামুলক সামাজিক কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সমাজ কল্যাণ সভাপতি আলতাফ হোসাইন, আইন বিষযক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, শিক্ষা বৈঠকটির পরিচালক হিসেবে উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি বিলাল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ও অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, আইন আদালত সম্পাদক মোহাম্মদ আলী, মানব সম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু প্রমুখ।