আলমডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে মোঃ শরীফুজ্জামান শরীফ নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই

স্টাফ রিপোর্টার:হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগ জোন -২ এর তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানা পর্যায়ের ৩০ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গার হাজী শামছুজোহা জামি’আ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তন এই প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জামি’আ এর সভাপতি আলহাজ্জ মুস্তাফিজুর রহমান (শামীম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই প্রতিযোগিতা শুধু একটি মেধার লড়াই নয়, বরং এটি আমাদের সমাজ ও আগামী প্রজন্মের প্রতি এক বড় অঙ্গীকার। কুরআন হচ্ছে আলোর দিশারী। যারা এই অল্প বয়সে কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, তারা শুধু তাদের পরিবার নয়, গোটা জাতির জন্য গর্বের প্রতীক। নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ করতে হলে আমাদের কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আমি বিশ্বাস করি, এই হাফেজরাই একদিন তাদের জ্ঞান ও চারিত্রিক মাধুর্য দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা সকলে মিলে কুরআনের এই পথচলাকে আরও সুগম করতে বদ্ধপরিকর।’
অনুৃষ্ঠানে বিশেষ অতিথি শাইখুল হাদীস আল্লামা আব্দুল কাদের সাহেব দাঃ বাঃ কুরআন হেফজের ফজিলত এবং এর মাধ্যমে অর্জিত জ্ঞানকে জীবনে কাজে লাগানোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

 

প্রতিযোগিতায় পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা, দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা আলমডাঙ্গা, হারদী মরকজ আনিসুন্নোছান বিন হাফিজিয়া মাদ্রাসা এবং আল হেরা হাফিজিয়া মডেল মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা স্ব স্ব গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে। অনুষ্ঠানের শেষ অংশে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে এই আয়োজনটি আলমডাঙ্গায় এক প্রাণবন্ত ধর্মীয় পরিবেশ সৃষ্টি করে, যা তরুণদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগীতায় ক গ্রুপে (পাঁচ পারা) প্রথম স্থান অধিকার করেন আলমডাঙ্গা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ জাজিব হোসেন, দ্বিতীয় আলমডাঙ্গা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ আব্দুর রহিম, তৃতীয় আলমডাঙ্গা কলেজপাড়ার মাদ্রাসাতুত তাকওয়াু এর ছাত্র মোহাঃ আহমাদ আব্দুল্লাহ, চতুর্থ আলমডাঙ্গা কামালপুরের মহিউদ্দিন একাডেমির ছাত্র মোহাঃ আল আরবী নূর, পঞ্চম আলমডাঙ্গা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ ইয়াসিন আলী, ষষ্ঠ হারদী মরহুম আনিসুজ্জামান খান হাফেজিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ সামিউল ইসলাম, সপ্তম আলমডাঙ্গা হারদীর প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার ছাত্র মোহাঃ রাসেল আলী, অষ্টম কালিদাশপুরের তানজিমুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ সাজিদ হাসান, নবম আলমডাঙ্গা আল হেরা হাফিজিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ ইয়া হাবীব। দশম আলমডাঙ্গা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ হুসাইন আহমাদ।
‘খ’ গ্রুপে (১০ পারা) প্রথম স্থান অধিকার করেন হারদী মরহুম আনিসুজ্জামান খান হাফেজিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ আশ্রাফ আলী। দ্বিতীয় আলমডাঙ্গার আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ লাবিব হাসান। তৃতীয় আলমডাঙ্গা আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ হুসাইন বিন মোহাঃ আলী। চতুর্থ আলমডাঙ্গা কলেজপাড়ার মাদরাসাতুত তাকওয়ার ছাত্র মোহাঃ সালমান ফার্সী রাইহান। পঞ্চম কালিদাশপুরের তানজীমুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ মুছাদ্দিকুর রহমান। ষষ্ঠ মারকাজুত তাহফিজ ইন্টারঃ মাদ্রাসার ছাত্র মোহাঃ সোয়াদ আহমেদ। সপ্তম আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার ছাত্র মোহাঃ শুয়াইব আহমেদ। অষ্টম আলমডাঙ্গার আল হেরা হাফিজিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ মাহমুদুল হাসান। নবম আলমডাঙ্গা হারদীর প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার ছাত্র মোহাঃ নাসিম আলী। দশম আলমডাঙ্গা হারদীর প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার ছাত্র মোহাঃ সামিউল ইসলাম।

গ্রুপ ‘গ’ (২০ পারা) -এ প্রথম আলমডাঙ্গা হারদীর প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রাসার ছাত্র মোহাঃ ইমন আলী। দ্বিতীয় পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ হুসাইন আহমেদ। তৃতীয় আলমডাঙ্গার আল হেরা হাফেজিয়া মডেল মাদ্রাসার ছাত্র মোহাঃ হুজাইফা বিন হারুন। চতুর্থ আলমডাঙ্গার দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ রুহুল আমীন। পঞ্চম আলমডাঙ্গার দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ হাসিব। ষষ্ঠ আলমডাঙ্গার দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ তাহমিদ আহমেদ। সপ্তম মারকাজুত তাহফিজ ইন্টারঃ মাদ্রাসার ছাত্র মোহাঃ মোহাঃ জাবির হাসান। অষ্টম পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ মিরাজুল ইসলাম। নবম আলমডাঙ্গা কলেজপাড়ার মাদ্রাসাতুত তাকওয়া-এর ছাত্র মোহাঃ আকুর রহমান। দশম পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ আরাফাত ইসলাম।

গ্রুপ ‘ঘ’ (৩০ পারা) – এ প্রথম স্থান অধিকার করেন পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ তামজিদুল ইসলাম। দ্বিতীয় হারদী মরহুম আনিসাজ্জামান খান হাফেজিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ ওমর ফারুক। তৃতীয় বড় গাংনী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ আবু সাইফ। চতুর্থ পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ মিনারুর ইসলাম। পঞ্চম মদিনাতুল উমুল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ আব্দুল্লাহ হুসাইন। ষষ্ঠ মারকাজুত তাহফিজ ইন্টারঃ মাদ্রাসার ছাত্র মোহাঃ জামাল উদ্দীন। সপ্তম আলমডাঙ্গার দারুস সালাম হাফেজিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ তোফাজ্জেল হোসেন। অষ্টম হারদী মরহুম আনিসুজ্জামান খান হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাঃ মুজাহিদ। নবম পাঁচ কমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রসার ছাত্র মোহাঃ ইমন আলী। দশম আলমডাঙ্গা হারদীর প্রাগপুর দারুস সুন্নাহ বহুমুখী মাদ্রসার ছাত্র মোহাঃ পল্লব জোয়ার্দার।