মাথাভাঙ্গা মনিটর: গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে ইসরাইলে। দাবানল নিয়ন্ত্রেণে এলেও পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি দেশটি। ভয়াবহ এ আগুনে প্রায় ৫ হাজার একর (২০ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ংকর এ অগ্নিকা-ে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মুখপাত্র তাল ভোলভোভিচ বলেছেন, এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসতবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। দাবানলটি কীভাবে শুরু হয়েছে, তা নিয়ে এখনো তদন্ত চলছে।