করোনায় দেশে আরও মৃত্যু ৩৯ : আক্রান্তে বিশ্বের ১০ম এখন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ আক্রান্ত আরও ৩৯ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় এ মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে  করোনা  মহামারীতে সরাসরি স্বাস্থ্যবিভাগের হিসেব মতে মৃতের সংখ্যা এখন এক হাজার ৬শ ২১ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোভিড-১৯ ভাইরাস নিয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে। অনলাইনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন।  এদের দিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২৬ হাজার ৬০৬ জনে। ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে। এমন দেশের তালিকায় বাংলাদেশ আবার দশম স্থানে উঠে এসেছে। দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করে ডা. নাসিমা বলেন, শিশুকে টিকা দিতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসুন। টিকা প্রদানের কর্মসূচি ইতোমধ্যে সম্প্রসারণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই টিকাদান কার্যক্রম চলছে।

Comments (0)
Add Comment