কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার নবনির্বাচিত সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল বিএ মাদরাসার নবনির্বাচিত সভাপতি অ্যাড. মুহাম্মদ আসাদুল্লাহের সাথে কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মাদরাসার অফিস কক্ষে অধ্যক্ষ মো. জুলফিক্কার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহাম্মদ আসাদুল্লাহ। তিনি এ সময় অত্র মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও মাদরাসায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন। মাদরাসার শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাও. ওমর ফারুক, কমিটির সহ-সভাপতি মাও. আব্দুস সামাদ। সদস্য প্রভাষক আনোয়ারুল কবির, মো. শাহাজাহান, মো. আব্দুর রব, আশরাফুল হক, প্রভাষক মোহাম্মদ আলী, প্রভাষক মো. ইমদাদুল হক, শিক্ষক মাও. আব্দুর রাজ্জাক, ডা. মো. সাইফুল ইসলাম।