খুলনায় মৃত্যু মিছিলে আরও ১২

খুলনায় দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল। মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিন ও বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।
তিন হাসপাতালে মৃতরা হলেন- রামপালের লাবনী আক্তার (৪২) খুলনার মনি খন্দকার (৪০), বাগেরহাটের ফারুক আহমেদ (৭০), যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫), খালিশপুরের চান মিয়া (৬৯), পাইকগাছার আব্দুল কালাম (৪৬), মহসিন রোডের জহুরুল হক (৭৪), মৃতরা হলেন, যশোরের নওয়াপাড়ার আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের মরিয়ম বেগম (৭০), নড়াইলের আব্দুল বারি (৬৩) ও জিয়াউর রহমান (৩৮)।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের ইয়লো জোনে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

Comments (0)
Add Comment