স্টাফ রিপোর্টার: তারুণ্যেররা জনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় আজ ১৭ মে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার আহ্বানে চুয়াডাঙ্গায় প্রচার মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে কোর্ট মোড় দোয়েল চত্বর হয়ে বড় বাজার শহিদ হাসান চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বাসভবনের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় তিনি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সার্থক করতে উপস্থিত নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দেশের সকল স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি। খুলনায় ১৭মে’র সমাবেশে আমাদের চুয়াডাঙ্গার নেতৃত্ব দৃশ্যমান থাকবে। সবাই শৃঙ্খলার সঙ্গে অংশ গ্রহণ করে ভ্রাতৃত্বের ঐকের প্রমাণ দিতে হবে।’ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝণ্টু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ. তালহা, যুগ্ম সম্পাদক মো. হামিদুর রহমান বাবু, সাংগঠনিক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, সিনিয়রযুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। নেতা-কর্মীরা মিছিলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য সফল হবে এ নিয়ে বিভিন্ন স্লোগান দেন।