গাংনী বাজারে জনতার ঢল: ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফ গতানুগতিক আশ্বাস চাই না, আমি চাই আপনাদের জীবনের পরিবর্তন

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা এখন প্রতিটি ইউনিয়নের পথসভা ও গণসংযোগে জনজোয়ার সৃষ্টি করছে। গতকাল সোমবার বিকেল ৫টায়  আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নে গাংনী বাজার মোড় থেকে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন।
গাংনী বাজার মোড়ের উদ্দীপক পরিবেশ থেকে শুরু করে তিনি গভীর রাত অব্দি গাংনী, ফুলবগাদী, খোরদ, রামনগর, নিমতলাসহ বিভিন্ন গ্রামে নিরবচ্ছিন্ন প্রচারণা চালান। প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ মানুষজন, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষজন আবেগে আপ্লুত হন। তাঁরা নিজেদের নিত্যদিনের কষ্ট ও সমস্যার কথা প্রার্থীর কাছে ব্যক্ত করেন। প্রার্থীর এই নিবিড় সংযোগ এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে, চুয়াডাঙ্গা-১ আসনে এখন পরিবর্তনের হাওয়া বইছে।

গণসংযোগে মো: শরীফুজ্জামান শরীফ সাধারণ মানুষ এবং নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার গাংনী ইউনিয়নের ভাই ও বোনেরা, আপনারা যারা এই বাজারে, এই পথে এত ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন, এই কষ্ট যেন বৃথা না যায়। আপনারা দীর্ঘদিন ধরে যে বঞ্চনা ও দুঃশাসনের শিকার হয়েছেন, আমাদের নেতা তারেক রহমান সেই কথা ভোলেননি। আমি আপনাদের কাছে এসেছি সেই তারেক রহমানের বার্তা নিয়ে।’
তিনি আরও বলেন, ‘আজ আপনাদের যে অর্থনৈতিক কষ্ট, বাজারে যে আগুন—তা দূর করার জন্য আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা প্রস্তুত। এই ৩১ দফাই আপনাদের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির গ্যারান্টি। আমি আপনাদের কাছে কোনো গতানুগতিক আশ্বাস চাই না, আমি চাই আপনাদের জীবনের পরিবর্তন। ধানের শীষের বিজয় মানে কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাবে, তরুণ সমাজ চাকরির নিশ্চয়তা পাবে এবং প্রতিটি পরিবার শান্তিতে থাকবে।’
মোঃ শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আপনারা আর ভয় পাবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে ভোট দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই ত্যাগ ও কষ্ট বৃথা যাবে না। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের জয় হবেই।’

গণসংযোগকালে মো: শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, গাংনী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আইনাল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুজসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।