মাথাভাঙ্গা মনিটর: চীনের রিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকা-ের ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকা-কে ‘গভীর উদ্বেগজনক বলে’ মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেবেইতে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং ২৬ জন আহত।