চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় শঙ্করচন্দ্র দোয়ারপাড়া জামে মসজিদ চত্বরে গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। তিনি মরহুমের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে বিনর্ম শ্রদ্ধা জানান। এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর তদন্ত শাহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অস্ত্র নিমজ্জিত করেন এবং বিউগলের করুন সুর বেজে উঠে। এরপর চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বাদ জোহর শঙ্করচন্দ্র দোয়ারপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয়। এ সময় ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের অফিস সহকারী সাইফুল হোসেনের উপস্থাপনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিউল আলম সুজন ও ইউছুপ ম-ল। জানাজা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকর হাজার হাজার মানুষ। উল্লেখ্য, গতপরশু শনিবার রাত আনুমানিক ৯টায় ঢাকা মিরপুর ডেল্টা হসপিটালে পেটের মধ্যে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। গতকাল রোববার সকাল ৮টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকার শত শত মানুষ ও শুভাকাঙ্খিরা তাকে দেখার জন্য ছুটে আসে তাকে দুনজরে দেখার জন্য। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৭৩) খুব অল্প বয়সে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তিনি ২১ জুলাই ২০১১ সাল হতে ২৫ জুলাই ২০২৩ সাল পর্যন্ত শঙ্করচন্দ্র ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িক্ত পালন করেন। ১৯৯৬ সাল হতে বাংলাদেশ আওয়ামী লীগ শঙ্করচন্দ্র ইউনিয়নের সভাপতি ও ২০২৩ সাল হতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িক্তে ছিলেন। তিনি শঙ্করচন্দ্র দোয়ার পাড়ার মৃত আবুল হোসেন ম-লের ৬ ছেলে ও ৪ বোনের মধ্যে সবার বড়। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।