চুয়াডাঙ্গায় আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত : দেশে মৃত্যু ২২

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও একজন নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৬ জন। গতকাল সোমবার সুস্থ হয়েছেন আরও একজন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৪ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮০৩ জন। নতুন করে ৮৪৯ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন। গতকাল সোমবার বার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগ গতকাল সোমবার নতুন ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৩ জনের কোভিড-১৯ নেগেটিভ হলেও একজনের পজেটিভ হয়েছে। নতুন শনাক্ত রোগী চুয়াডাঙ্গা জেলা সদরের ডিগি কৃষ্ণপুরের বাসিন্দা। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে ৪ জন ও বাড়িতে ১৪ জন আইসোলেশনে ছিলো। অপরদিকে স্বাস্থ্য অধিদফতর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯১৭ জন সুস্থ হয়েছেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Comments (0)
Add Comment