চুয়াডাঙ্গায় আরও ২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত : ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৫ 

 

স্টাফ রিপোর্টার: কয়েকদিন চুয়াডাঙ্গার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া না গেলেও গতকাল রোববার ১৬ জনের মধ্যে ২ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ ৫৫ জন। গতকাল রোববার নতুন আরও ১৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। অপরদিকে সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৭১জন।

চুয়াডাঙ্গায় নোভেল করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুজনেই জেলা সদরের বাসিন্দা। একজনের বাড়ি জেলা শহরের কেদারগঞ্জে অপরজন কুন্দিপুরের। রোববার চুয়াডাঙ্গায় অসুস্থদের মধ্যে আর কেউ সুস্থ হননি। ফলে সুস্থের সংখ্যা ১ হাজার ৫শ ৯৩ জনই রয়েছে। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে ২জন ও বাড়িতে ১৬ আইসোলেশনে ছিলেন। হাসপাতালের দুজনের মধ্যে একজনের বাড়ি গুলশানপাড়ায় অপরজনের বাড়ি আলমডাঙ্গায়।

অপরদিকে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭৮১ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৪শ ৫৩ জনে। রোববার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেছে, দেশের সরকারি ও বেসরকারি ১শ ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯২০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ২৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। নতুন যে ২৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ৮ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

প্রসঙ্গত: গত বছরের গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদফতর।

Comments (0)
Add Comment