চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মসজিদসমূহে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মসজিদসমূহে অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ১ হাজার ৪৬১টি মসজিদে ওই আর্থিক অনুদানের চেক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক জানান, প্রতিটি মসজিদে ৫০০০ টাকা করে মোট ৭৩ লক্ষ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হচ্ছে।

প্রথম পর্যায়ে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ২১ টি মসজিদে দেয়া হয়েছে। বাকীগুলো পর্যায়ক্রমে দেয়া হবে। ইমাম, মোয়াজ্জিম ও খাদেমের মধ্যে প্রাপ্ত অনুদান ভাগ করে দিতে  মসজিদের সভাপতিদের বলা হয়েছে বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম।
Comments (0)
Add Comment