চুয়াডাঙ্গায় নতুন দুজনের শরীরে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুজন। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সরকারি ছুটি থাকায় নতুন নমুনা সংগ্রহ করা হয়নি। শীতে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য নিয়ম-কানুন মেনে চললে সুস্থভাবে থাকা যাবে। অক্টোবর মাসের শেষ দিক থেকে শীত পড়তে শুরু করেছে। রাত থেকে ঠা-া অনুভূত হচ্ছে। আর ভোর থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গার করোনার রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে।
জানা যায়, চুয়াডাঙ্গার চারটি উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যেকোনো সময়ের চেয়ে কম রয়েছে। শীতে রোগী বাড়ার সম্ভবনা থাকলে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া ল্যাব থেকে চুয়াডাঙ্গার করোনা পরীক্ষার রিপোর্ট আসে ১৮টি। এর মধ্যে দুজনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫০৬ জন। নতুন করে কেউ সুস্থ হয়নি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪০০ জন। করোনা ভাইরাস পরীক্ষার জন্য নতুন নমুনা সংগ্রহ করা হয়নি। সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন। আর হোম আইসোলেশনে রয়েছেন ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। চুয়াডাঙ্গায় নতুন করোনা আক্রান্ত দুজনই পুরুষ। তাদের বয়স ২৮-৪২ বছরের মধ্যে। করোনা আক্রান্ত দুজন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়া ও সাদেক আলি মল্লিকপাড়ার এলাকার। চুয়াডাঙ্গায় সর্ব শেষ গত ২১ অক্টোবর দামুড়হুদা উপজেলার মদনা ইউনিয়ানের ইশকাত নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরে করোনা রিপোর্ট আসে পজেটিভ। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন।

Comments (0)
Add Comment