স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ রাব্বি (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। ধারালো হাসুয়া দিয়ে তাকে হাতে ও কোমরে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত রাব্বি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ২১ অক্টোবর দুপুর আনুমানিক পৌনে বারোটার সময় দামুড়হুদা থানাধীন বিষ্ণুপুর মাঝের পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরা নিয়ে বিষ্ণুপুর মাঝের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ রাব্বি (২২), -এবং সাথে একই গ্রামের জাহিদ (২২) ও আমিনুল (১৮), উভয় পিতা-বেল্টু-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ দুপুরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষ জাহিদ ও আমিনুল ধারালো হাসুয়া দিয়ে রাব্বিকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে রাব্বির হাত ও কোমরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।
পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে আহত রাব্বি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দামুড়হুদা থানর ওসি জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে