চুয়াডাঙ্গা থেকে হারিয়ে যাওয়া ৬টি স্মার্টফোন উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ৬টি স্মার্টফোন বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছে। উদ্ধারের পর মোবাইল ফোনগুলো মোবাইলের মালিকদের নিকট তুলে দেয়া হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের এতিমখানা পাড়ার সাজ্জাতুল সিরাজ ((OPPO A92), ), দৌলতদিয়াড় হামিদুল ইসলাম (REDMI NOTE 9), মিলন হোসেন (ঙচচঙ অ১২), জোয়ার্দ্দার পাড়ার শরিফুল আরিফিন জোয়ার্দ্দার (OPPO A12), কেদারগঞ্জ সিএ্যান্ডবি পাড়ার আরমান আলী (SAMSUNG GALAXY M30) এবং আলমডাঙ্গা কলেজপাড়ার মোল্লা মোঃ জাফর ইকবাল জুয়েল (OPPO A15s) মডেলের তাদের শখের স্মার্ট মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে যায়। আশপাশ এলাকায় খোঁজাখুজি শেষে চুয়াডাঙ্গা সদর থানায় জিডি করেন। এরপর পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন (পিপিএম-বার)’র সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. আলতাফ হোসেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আন্তরিকতার সাথে মোবাইল ফোনগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। অবশেষে হারানো মোবাইল ফোনগুলি বি. বাড়ীয়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা’র বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় তার অফিসকক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে হারানো মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় ফোনের প্রকৃত মালিকরা তাদের কষ্টার্জিত উপার্জনে ক্রয়কৃত হারানো শখের মোবাইল ফোনগুলো হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।

Comments (0)
Add Comment