স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর জামায়াতের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫ টায় পৌর জামায়াতের অফিসে এ মাসিকসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন। তিনি অনুষ্ঠিত মাসিক সভায় ওয়ার্ড শাখা সমূহের সার্বিক খোঁজখবর, গত এপ্রিল মাসের মাসিক রিপোর্ট পর্যালোচনা এবং মে মাসের মাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই সাথে আগামী নির্বাচনে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আরু উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন-আদালত সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিফ শফি সেক্রেটারি মোস্তফা কামাল সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌর জামায়াতের কর্ম পরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড সমূহের দায়িত্বশীলগণ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের সেক্রেটারি ও চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি হুমায়ুন কবীর।