চুয়াডাঙ্গার বহুল পরিচিতমুখ বীর মুক্তিযোদ্ধা আশু বাঙালীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বহুল পরিচিত মুখ সাহিত্যানুরাগী বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর বাঙালী আশু বাঙালী আর নেই। তিনি আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না… রাজেউন)। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিট কমান্ডার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। কেরুজ সিআই ছিলেন তিনি। সিবিআই নেতা হিসেবেও সুখ্যাতি ছিলো তার। বেশ কিছুদিন অসুস্থ্য থাকার পর সোমবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার বিকেলে মারা যান। সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের হাতে যে রিপোর্ট এসেছে তাতে আশু বাঙালীর করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।
চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারার মরহুম আফিল মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশু বাঙালী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নিজ বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, দু ছেলে, দুই মেয়ে নাতীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাম আন্দোলনের অন্যতম সৈনিক, দৈনিক মাথাভাঙ্গার এক সময়ের পাঠকপ্রিয় কলাম জনতার একস্লিপ লেখক আশু বাঙালীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে নামাজে জানাজা শেষে কুলচারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।

Comments (0)
Add Comment