স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবির পক্ষে জাতীয় সমাবেশকে স্বাগত জানিয়ে মেহেরপুরে মিছিল ও পথসভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা শাখা। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জামায়াত ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেনের নেতৃত্বে মেহেরপুর জেলা মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, জেলা সেক্রেটারি ইকবাল হোসেন, নায়েবে আমির মাওলানা মাহবুবউল আলম, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন প্রমুখ। মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।