জীবননগরের আন্দুলবাড়িয়ায় জামায়াতের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় জামায়াতের ব্যবসায়ী সমাবেশ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টায় স্থানীয় বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় আ্যসেম্বিলিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. সাজেদুর রহমান। সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান আড়িয়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. ইব্রাহীম খলিল, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আমির অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আব্দুর রহমান, চুয়াডাঙ্গা জেলা হোমিওপ্যাথিক সমিতির সভাপতি ডা. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন আন্দুলবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আশাদুল হক। আলোচনাসভা শেষে আসন্ন আন্দুলবাড়িয়া বাজার কমিটির নির্বাচনে জামায়াতে ইসলামী দলের সমর্থিত ও মনোনীত প্যানেল প্রার্থীগনের নাম ঘোষণা করেন প্রধান অতিথি মাও. সাজেদুর রহমান। প্রার্থীগণ হলেন-সভাপতি প্রার্থী মো. বজলুর রহমান, সহ-সভাপতি ডা. মীর আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সাজিম, সহ-সাধারণ সম্পাদক কাজি ইয়াসিন টনি, কোষাধ্যক্ষ মো. জাফরুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক মো. ফরহাদ হোসেন ডাকু, সদস্য পদে ১নং ওয়ার্ডে মো. সামাজুল ইসলাম, মতিয়ার রহমান মতি, ২নং ওয়ার্ডে আব্দুল আলীম, আব্দুল আজিজ ও ৩নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ইব্রাহিম হোসেন। সাঈদ হাসান বাপ্পী ও দাউদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আমীর হারুন অর রশিদ, ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. মোজাহিদুর রহমান মুসা।