দর্শনা অফিস: পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে নিমাই হালদারের বিরুদ্ধে। নিজেকে সাধু সাজাতে ছুটছেন বিভিন্ন মহলে। ঘটনাটি ঘটেছে জীবননগরের উথলী ইউনিয়নের সিংনগর হালদারপাড়ায়। হালদারপাড়ার গোপাল হালদার অভিযোগ করে বলেন, একই পাড়ার নিমাই হালদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। গত কয়েকদিন আগে নিমাই হালদার তার সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে আহত করেন গোপাল হালদার ও সন্তোষ হালদারকে। এতেও খান্ত হয়নি তারা। গত শুক্রবার রাত ৩ টার দিকে নিমাই ও তার লোকজন বাড়িতে আগুন ধরিয়ে দেন বলেও অভিযোগ গোপাল হালদারের। এ অগ্নিকান্ডে ৫০/৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে নিমাই হালদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করেছেন।