জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

জীবননগর ব্যুরো :জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে পাখি ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ( ২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তার উপর এই দূর্ঘটনার ঘটে। নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। এদিকে তার স্বামী আব্দুর রহমানও গত দুই মাস আগে মারা যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবারণে জানা যায়, সামেনা খাতুন সহ তিনজন মহিলা সকাল ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে। এসময় ভ্যানচালক শিশুিটকপ বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। দুর্ঘটনায় ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন। এদিকে সামিনা খাতুনের মাথা রাস্তায় পড়লে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, আমরা দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান উল্টে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।