জীবননগরে প্রথম রোগী শনাক্ত

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার ওই নারীর (৫৮) শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তাকে যশোর সদর হাসপাতালে আইসোলেসনে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেশে গণপরিবহন বন্ধের পূর্বে ওই নারী ঢাকাতে মেয়ে-জামাতার বাড়ি বেড়াতে যান। সেখানে অবস্থানকালে গত সপ্তাহে তিনি ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। লকডাউনের মধ্যেই ওই নারী গত শুক্রবার রাতে বাড়ি জীবননগরে ফেরেন। বাড়ি ফিরে তিনি আবারও অসুস্থ্য হয়ে পড়লে শনিবার ভোরে তাকে যশোর সদর হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় জ্বর ও কাশি দেখা দিলে হাসপাতালের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে বুধবার নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় ল্যাবে পাঠায়।

ওই নারীর স্বামী সাবেক সেনা সদস্য। উপজেলার পাথিলা গ্রামে তাদের বাড়ি হলেও জীবননগর শহরের পোষ্ট অফিসপাড়ায় তারা স্থায়ীভাবে বসবাস করেন। ধারণা করা হচ্ছে ঢাকার হাসপাতালে চিকিৎসাকালীন ওই নারী করোনা ভাইরাসে সংক্রামনিত হন। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। জীবননগর থানা অফিসার ইনাচার্জ সাইফুল ইসলাম জানান, লকডাউন বাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে।

Comments (0)
Add Comment