ঝিনাইদহে প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বিশ্ব ভালোবাসা দিবসে ঝিনাইদহের শৈলকুপায় প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ব্যাতিক্রমী বিক্ষোভের আয়োজন করে ‘গাড়াগঞ্জ প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠন। শুরুতে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে সংগঠনটির সদস্যরা অংশ নেয়। এ সময় ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, এক বড় না দুই বড়, সিংগেলদের মন বড়’ এসব নানা উদ্ভট স্লোগান দেয় তারা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাড়াগঞ্জ প্রেমবঞ্চিত সংঘের নেতা আরিয়ান হোসেন শোভন, পারভেজ খন্দকার, শিশির আহম্মেদ, রিকু মাহমুদ সাব্বির ও সোহান হোসেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনটির নেতা আরিয়ান হোসেন শোভন বলেন, প্রেমবঞ্চিত সংঘ একটি ফেইসবুক গ্রুপ। এ গ্রুপের সদস্যরা মূলত প্রেমের নামে অশ্লীলতা ও বেহায়াপনার বিপক্ষে অবস্থান করে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে কপোত-কপোতিরা পার্কে বা বিভিন্ন স্থানে চিপায়-চাপায় অশ্লীলতা করে। এ অশ্লীলতাকে দূরে রাখতে ও মানুষকে সচেতন করতেই মূলত এ আয়োজন।

Comments (0)
Add Comment