ঝিনাইদহে র‌্যাব’র হাতে ধরপড়েছে আলমডাঙ্গার এক গাঁজাপাচারকারি

স্টাফ রিপোর্টার: গাঁজাপাচারের সময় ঝিনাইদহে র‌্যাব’র হাতে ধরাপড়েছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জগন্নাথপুরের মণ্টু ম-ল (৫০)। বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ-মাগুরা সড়কের ঝিনাইদহ পলিটেকনিক্যাল কলেজের সামনে থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় দু কেজি গাঁজা।
র‌্যাব জানিয়েছে, গাপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। সকালে ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউট এর সামনে পাকা রাস্তারর উপর অভিযান পরিচালনা করে মোঃ মন্টু মন্ডলকে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় গাঁজা। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জগন্নাথপুর গাংপাড়ার মৃত কিতাব আলী ম-লের ছেলে। দু কেজি গাঁজাছাড়াও তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে একটি মোবাইলফোন ও দুটি সিমকার্ড।

Comments (0)
Add Comment