ঝিনাইদহে সাবেক সাংসদ, তিন চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৭

মাথাভাঙ্গা অনলাইন: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় একজন সাবেক সাংসদ, তিন চিকিৎসকসহ সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ২৮। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ঝিনাইদহে প্রথম দুজন করোনায় আক্রান্ত রোগীর সন্ধান মেলে। এরপরের চার দিন রোগী বাড়তে থাকে। মাঝে কয়েক দিন আর রোগী মেলেনি। হঠাৎ করে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে। আক্রান্ত সাবেক সাংসদ ঝিনাইদহ-৪ আসনের। তিনি একটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিন চিকিৎসকের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালের ও একজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান আহম্মদ জানান, কালীগঞ্জে নতুন করে যে দুজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে, তাদের মধ্যে একজন সাবেক সাংসদ রয়েছেন।

Comments (0)
Add Comment