তাপমাত্রা সামান্য হ্রাস ছাড়া আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার: দেশের কিছু এলাকায় সামান্য তাপমাত্রা কমলেও চুয়াডাঙ্গায় গতকাল বেড়েছে। তবে গতরাত থেকে শীতের প্রকোপ বাড়তে শুরু করবে। মঙ্গলবার দিনের তাপমাত্রা সোমবারের মতোই থাকবে। আবহাওয়া অধিদফতর এরকমই পূর্বাভাস দিয়ে বলেছে, ৫ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা খুুবই কম।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩০ দশমিক ৫ ও সর্বনি¤œ তেতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা সর্বোচ্চ কিছুটা কমে ২৭ দশমিক ৬ ও সর্বনি¤œ কিছুটা বেড়ে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়া রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পরে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়ে বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ ভলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

Comments (0)
Add Comment