তিনদিনের মধ্যে কমতে পারে শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে প্রায় এক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহ দু-তিন দিনের মধ্যে কমতে পারে। এরপর ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে এমনটিই জানানো হয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি শীত বিদায় নিলে মাসের শেষভাগে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। শীত বিদায়ের আগে তৃতীয় দফা শৈত্যপ্রবাহের বিস্তার ঘটে দেশের প্রায় সব জায়গায়। এর মধ্যে দেশের উত্তরের কয়েকটি জেলায় ছিল তীব্র শীত। গত ৩১ জানুয়ারি কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবারও রাঙ্গামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন থাকবে। শীত মাসের শেষে দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন শিলাবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Comments (0)
Add Comment