দর্শনায় পৃথক অভিযানে মদ ও ফেনসিডিলসহ চারজন গ্রেফতার

দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ৪ মাদককারবারীকে। এ অভিযানে পুলিশ ২ লিটার কেরুজ বাংলা চোলাই মদ ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে পৃথক দুটি মামলা। গতকাল শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলের নির্দেশে এসআই নাজিম উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা আকন্দবাড়িয়ার কেরুজ জৈবসার কারখানার মোড় এলাকায়। পুলিশ কারখানা মোড়ের দর্শনা-জীবনগর মহাসড়কের ওপর থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকালীপাড়া গ্রামের ষষ্ঠি দাশের ছেলে স্বপন (২২) ও একই উপজেলার বেজপাড়া গ্রামের তাহের মন্ডলের ছেলে মিজানুর রহমানকে (২৭)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ লিটার কেরুজ বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই নাজিম উদ্দিন বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল বিকেল ৩ টার দিকে এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আনোয়ারুল, সিদ্দিক ও নাসরিন সহ সোঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে। গ্রামের আ. মজিদের বসতবাড়ির সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করেছে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে শাহিন (৪০) ও শাহিনের স্ত্রী এমিলি খাতুনকে (৩৫)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Comments (0)
Add Comment