কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মাদক কারবারি ইমদাদুল কাহার (৪৫) উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি গ্রামের পশ্চিমপাড়ার কেয়ামত আলী কাহারের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এই গাঁজাসহ কারবারিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সাংবাদিকদের জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)’র দিকনির্দেশনায় শুক্রবার সকাল ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ চুয়াডাঙ্গা সদর থানার হাটকালুগঞ্জ পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাকা রাস্তার ওপর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশ ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমদাদুলকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।